সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

উত্তরন - ২

চলে যাবো –
যেদিকে দুচোখ যায় চলে যাবো;
আর চাইবোনা তোমার দিকে
ফিরবো না কোনো মায়াবীর ডাকে ;
বেশ্যা নারীর ঠোঁট ছুঁয়ে বলবো , "ভালোবাসি",
টেরাকোটা দেওয়ালে জেগে থাকবো উলঙ্গ যুগান্তর
ক্যাসিনোতে ভিখারী হবো অর্ধনগ্ন নর্তকীদের সাথে।

ফিরবো না –
ফিরে চাইবোনা তোমার দিকে।;
মাছের মতো প্ল্যাঙ্কটনের গন্ধ খুঁজবো জলের ভিতর
জোনাকির মতো অপেক্ষা করবো আঁধার রাতের।
চুল্লুর নেশায় রাত কাটবে ফুটপাথে,
দুলবে আমার পৃথিবী, আমার কবিতা।
অন্ধ দরজার আড়ালেই ঋতু বদল।

একদিন –
দরজায় হৃদস্পন্দন শুনবো ;
আজন্ম বন্ধ দরজা খুলে শুনবো, "ভালোবাসি"। 
অশ্রুতে ভাসবে আমার শীর্ণ বুক
নখের দাগে নতুন স্বরলিপি লেখা হবে খোলা পিঠে।
সেদিন আমার মৃত্যু, আমার উত্তরন ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন