তোমারা নাকি রাত্রির দেশে যাবে !
তবে আমার জন্য কিছু স্বপ্ন এনো ;
জানি, ওজনে বেশ ভারী -
তবু যতটুকু পারো এনো।
জানো, একদিন আমারও অনেক স্বপ্ন ছিল
সারারাত দেখতাম, সারাদিন দেখতাম ;
সত্যি হয়নি একটিও -
শুধু দেখে দেখে ফুরিয়ে গেছে ;
আমার স্বপ্নের পথে হাঁটতেই পারিনি কোনদিন ।
অন্যের স্বপ্নের পথে হাঁটতে গিয়ে
নিজের গুলো কিভাবে যেন হারিয়ে গেল,
কেটে গেল রাতবিহীন কতগুলো রাত।
আমাকে ঘিরে তাদের স্বপ্নগুলো সত্যি হয়েছে হয়তো
কিন্তু আমার গুলো !
ইনকা সভ্যতার ক্যাপাকোচা ।
কয়েকটা স্বপ্ন এনো আমার জন্য
নতুন করে দেখবো আবার ।
জানি, ওজনে বেশ ভারী -
তবুও যতটুকু পারো - এনো ।।
তবে আমার জন্য কিছু স্বপ্ন এনো ;
জানি, ওজনে বেশ ভারী -
তবু যতটুকু পারো এনো।
জানো, একদিন আমারও অনেক স্বপ্ন ছিল
সারারাত দেখতাম, সারাদিন দেখতাম ;
সত্যি হয়নি একটিও -
শুধু দেখে দেখে ফুরিয়ে গেছে ;
আমার স্বপ্নের পথে হাঁটতেই পারিনি কোনদিন ।
অন্যের স্বপ্নের পথে হাঁটতে গিয়ে
নিজের গুলো কিভাবে যেন হারিয়ে গেল,
কেটে গেল রাতবিহীন কতগুলো রাত।
আমাকে ঘিরে তাদের স্বপ্নগুলো সত্যি হয়েছে হয়তো
কিন্তু আমার গুলো !
ইনকা সভ্যতার ক্যাপাকোচা ।
কয়েকটা স্বপ্ন এনো আমার জন্য
নতুন করে দেখবো আবার ।
জানি, ওজনে বেশ ভারী -
তবুও যতটুকু পারো - এনো ।।
bah..bhalo bhalo
উত্তরমুছুনধন্যবাদ জানাই বন্ধু।
মুছুন