বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

ভালোবাসা

ছাদে উঠে গিয়ে ভুলে যেতে চাই সবকিছু
হালকা হয়ে যাকনা চোখের কোন;
মনে আমার অশান্ত আগুন জ্বলে
হৃদয় ভরা এক কৌটা বিষ আপনজন ।

এই জানালা দিয়ে আকাশ দেখা যায়
এক জানালা আমার পৃথিবী - 
একটু রোদ, একটু বর্ষা, শীত কুয়াশা

ভালোবাসা এক চার অক্ষর বদনামি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন