মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

সামাজিক

এক হাতে আকাশ, আরেক হাতে বুনোহাঁস নিয়ে
কপালে দই টিপ এঁকে শুরু হয়েছিল চলা
উৎফুল্ল সময় প্রতিহিংসার মতোই নগ্ন...
 অথচ কি দেখলাম জীবনের কাছে
একটা সংস্কারী সমাজ
কিছু ভীরু আত্মা
আর কয়েকটা লোভী মন
    সে তো মরনেরই নামান্তর ...

বিজয়ের পথে মৃত্যুর তোয়াক্কা থাকে না
তাই অভ্যাসে ছোঁড়া প্ল্যাস্টিক তুলে নর্দমা সাফাইয়ে
নিরস্ত্র দাঁড়িয়ে গেছি বেয়োনেটের আগায়
মেখেছি থুক্কারে ফেলা কফ, মল, থুতু...

হাতের বেলুন রেখে যারা ভেবেছিল
সমাজ না হোক, পাড়াটুকুই দেখে নেবে
আমায় দেখে ভীত হাসি হেসে
ঠোঁট রাখে প্রেমিকার স্তনে ...

শেষ কোথায়? প্রশ্ন জাগলে
ভেসে আসে সলতে পোড়ার গন্ধ...

আমার হাতে এখন কোনো দস্তানা নেই
হিজাবে মুখ ঢাকা
ছাতার নীচে মেয়েকে পৌঁছে দিই স্কুল
থলি ভরা বাজার দেখে বৌ হাসে
সামাজিক হয়ে আছি ...
  
একটা কথা বলা হয়নি – অথচ বলা খুব দরকার

পৃথিবীতে আমার কোনো প্রয়োজন ছিল না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন