রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

রেজলিউসন

বহির্জগতের কৃতিত্বের মেডেল ঝুলিয়ে
হাহাকার তোলা অন্তর নিয়ে আর নয় ।
আমার আমি থেকে চলে এসেছি অনেক দূরে।
সস্তা পুরুষের মতো ভালোবাসা খেলিনি;
আলোর খোঁজে পেতেছিলাম হাত
খেজুর পাতার হওয়া, ছোট ছোট সুখের ঢেউ,
শান্তির পানীয় জল বুক জুড়ানো,
নিটোল মরুদ্যানের দিকে এক মরুভুমি জীবন।

মরীচিকা ভুল আর নয়
আমি দেব এক জ্বলন্ত সুর্য।
খুলে রেখেছি বুক, নখের আঁচড়ে কামড়ে
নীলে নীলে বিষিয়ে দাও আমায়
উড়বে ধুলোয় বারয়ারি প্রেম,
চায়ের কাপের ধোঁয়ায় নিঃসঙ্গতা,
আলো আন্ধারির গঙ্গাবক্ষে ঘটিয়েছি সৎকার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন