সেদিন ঢেউয়ে ঢেউয়ে সাতরঙা চুম্বন ছিল পায়ে
শুকনো বালি চুমকিতে মাখামাখি,
আজ কুয়াশা ছিঁড়ে আকাশ ছুঁতে চাওয়া পাহাড়ে
রৌদ্রের আলো ঝাপসা।
কনে দেখা আলোয় স্বপ্নের ফ্যাকাসে রঙ ;
অপেক্ষা শুধু কয়েকটা আহ্নিক আবর্তন –
চাতক ডাকে উঠবেই সোঁদা গন্ধ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন