ভালোছিল বসন্তকে চিরতরে বিসর্জন দিয়ে
যে সম্পর্ক স্বর্ণলতার মতো আষ্টেপিষ্টে জড়িয়ে ছিল
একটা একটা করে ঝেড়ে ফেলে স্বাধীন।
সব সম্পর্কই হীরের টুকরোর মতো –
এক কোনের এক টুকরো বিচ্ছুরনে রঙিন করে দেয়
অন্ধকারে থাকা কোনো সম্পর্ককে ;
এখনও বেলা আছে, এখনও পথ আছে ফেরার
সকালের রোদ এখনও আশাবাদী ।
*** প্রকাশিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন