একটা করে খসে পড়া ইট
এক অতীত সর্বস্ব পোড়োবাড়ি মন
আত্মীয় নয়, তবু আত্মার কাছেই থাকে
বুকের ভিতর পরতে পরতে ধূলোর আস্তরন ;
তোকে ভুলতে চেয়ে মিশরীয় শূণ্যতা লিপি
মৃত্যুর নীল তর্জনী ধরে হাঁটি
আর কতক্ষন !
এক অতীত সর্বস্ব পোড়োবাড়ি মন
আত্মীয় নয়, তবু আত্মার কাছেই থাকে
বুকের ভিতর পরতে পরতে ধূলোর আস্তরন ;
তোকে ভুলতে চেয়ে মিশরীয় শূণ্যতা লিপি
মৃত্যুর নীল তর্জনী ধরে হাঁটি
আর কতক্ষন !
বাহ্ খুব ভালো লেখা
উত্তরমুছুনধন্যবাদ দিদি।
মুছুন