রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

আশা ও ফিরে আসা

সগৌরবে জিততে চাওয়া যত্নে দেওয়া যন্ত্রনার উপহার,
কাজলের বাঁধে আটকে সলিল সমাধি নিজস্ব ভাবনার।

অগৌরবে ডুবতে থাকা নেশা নেশা টলমল নৌকা,
খড় কুটো ধরে ভেসে বেমানান প্রেমহীন বেঁচে থাকা।

আগুনে অনুভূতির উষ্ণ অক্ষরে দগ্ধ রাত উদাসী,
লেভেলক্রশিং-এ সুখ, প্রতীক্ষার ফল্গু ভেজায় মাটি ।

খুঁজে পাবই একদিন ‘সন্ধান চাই’ কলামে আচমকা,
বহু বছর রাতের ঘুম কাড়ছে, চিবুকের কালো তিলটা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন