রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

পথ ও পথিক

যে পথে সন্ধ্যা নেমেছে রাত্রির সীমানায়
যে পথে নদী বয়ে গেছে সাগর মোহনায়
যে পথে ঘুম নেমেছে ক্লান্ত চোখে
প্রেম হারিয়েছে সেই নিরুদ্দেশের পথে ।

ঘর ছাড়ার যে সুরে বাউল গান বাঁধে
যে সুরে রুদ্র দুপুরে চাতক পাখি কাঁদে
যে সুরে গাছের পাতায় টুপ টুপ হিমানী ঝড়ে
সেই সুরে দিগন্তে মন খারাপ মনে পড়ে ।

বুকের মাঝে নীল আকাশ রাখা ছিল
হৃৎপিণ্ড এক উদ্ধত প্রেমের পাহাড়
নীলিমায় মিলবার অবাধ ডানা ছিল
হৃদয় কণ্ঠ জুড়ে ইমন বসন্ত বাহার ।

পৃথিবী যেমন ছায়ার বুকে আলোয় ফেরে
লাইট হাউস তন্দ্রা চোখে সাগর তীরে
পর্ণমোচী কঙ্কালসার বসন্ত আশে
কালবৈশাখী শান্ত হবেই অপেক্ষা জমে আছে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন