আমাকে কারো মনে পড়েনা
আমার কাউকে মনে পড়েনা,
এ চিঠি লিখব কাকে!
তোমার মুখের মতো চাঁদনী ভেজা রাতে
আমার কিছু মনে পড়েনা ।
একলা বিকেলে মনে পড়েনা, একটা মুখও মনে পড়েনা
একটা দুপুর মনে পড়েনা।
একটা ছাতা মনে পড়েনা, একটা ছাতাও একা ছিলনা
-
তবু একটা বৃষ্টি মনে পড়েনা ।
আমাকে কারো মনে পড়েনা ।
সব কবিতায় তুমি ছিলে, একটাও কি মনে পড়েনা!
একটা কবিতাও মনে পড়েনা ?
একলা ছিলুম খোলা জানালায়, জানালা তবু একা
ছিলনা
একলা ঘরেও মনে পড়েনা !
ঘুম ভেজা চোখ রাত্রি দেখে, আমার চোখে ঘুম
নামেনা
একলা রাতেও মনে পড়েনা !
বুকে হাজার স্বপ্ন গোঁজা, বুকের গন্ধে মনে
পড়েনা
ভালোবাসায় বুক ভরেনা।
আমাকে কারো মনে পড়েনা, এক মরনেও মনে পড়েনা,
দড়িও না, কলশীরও না ।
আমাকে কারো মনে পড়ে না,
না প্রসাদ, না প্রতিমা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন