![]() |
| সায়ন্ন্যা দত্তদাস কবি ও গদ্যকার; পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক মেদিনীপুর |
আশ্রয়ের প্রকৃত ছায়ামহল
"কবি তো কখনো তাঁর জীবনী লেখেননা, কবি লেখেন জীবনের সেইসব রুখাসুখা অবুঝ" .... স্বীকারোক্তি শুরুই করলাম কবি রুদ্র গোস্বামী-র এই অমোঘখানি ধরে । স্বীকারোক্তি যত এগোচ্ছে আমি বুঝতে পারছি কবি বন্যার প্রেমিক। উপচে আসা জল... যা তাকে ধ্বংসে রাখে, যা তাকে ভাঙে, তাকে কাঁদায়... অথচ তিনি তার প্রেমিক । বইটি তাঁকেই উৎসর্গীকৃত ।
কবিতা অথবা গদ্যের সীমানা ছাড়িয়ে আমি এদের স্বীকারোক্তি বলেই ডাকব । এক অদৃশ্য কনফেশন বক্সে আমরা ফিরে আসি । নীরবে মাথা নামিয়ে দাঁড়াই । অতীত ভাবি । আগাম ভাবিনা আর বর্তমানে ডুবতে থাকি। কবির ভাষায়, "এই অপেক্ষাকেই আমি পথ বলি ।"
সন্দীপ বলছেন "মেট্রোতে ঝাঁপ দেওয়া কি আর বড় কথা, শুধু মৃত্যু সংবাদটা তোমার কাছে পৌঁছে যাবে তাই ..." এই লাইনটি কবিতা না স্বীকারোক্তি নাকি গদ্য সে তর্ক বাকি রাখতে চাই । কারণ উনি বলেছেন , "যে কথা মনে রাখতে চাইনা, সে কথাগুলো ভুলতেই আমাদের সবথেকে বেশী যন্ত্রণা পেতে হয় ।"
"ফোন নম্বর" কবিতাটি আড়ম্বরবিহীন একখানি সরল স্বীকারোক্তি । পড়ে দেখার অনুরোধ রইল কেননা "নিঃসঙ্গতা আসলে কিছুটা স্মৃতি, কিছুটা সময় , কিছুটা দূরত্ব ।"
কবি সন্দীপের লেখার সবথেকে বড় খুঁটি ওনার আড়ম্বরহীন সৎ উচ্চারণ । নিঃশব্দ দৃশ্যকল্প আর সাবলাইনে অনুচ্চারিত গল্প পাঠককে আঁকড়ে ধরে থাকে । আমি একটানে পাতার পরে পাতা পড়ে গিয়েছি... লোভ ছিল নিজের গল্প পড়ার । আমি বিশ্বাস করি কবিরা ম্যাজিক জানেন । তাদের অদৃশ্য চলাচল গল্পের শরীর বুঝে নেয় ।
"প্রতিদিনের মৃত্যুটাকে কেউ মনে রাখেনা"' .... কারণ, "পৃথিবীতে যতদিন অপেক্ষা আছে ততদিন মৌলিকত্ব বলে কিছু নেই । আমি অপেক্ষা করি একটা ঘন বর্ষার, অথচ এই জঞ্জালময় শরীরে কোথায় বসাব বন্যা ফিরে এলে !" এই বইটি প্রকৃতপক্ষে আয়নার উল্টো একটি মুখ । আমার ইচ্ছে করছে অসংখ্য লাইন কোট করি কিন্তু বিরত রইলাম । এই বই অন্তরঙ্গ পাঠ দাবি করে । আমি চাই আরো অসংখ্যবার কলম ধরুন সন্দীপ । আরো অসংখ্য মানুষের স্বীকারোক্তি নেমে আসুক অক্ষর শরীর ধরে । অমোঘ , নীরব , অন্তঃসলিলা গোপন গুলি জানলা খুঁজে পাক । সাহিত্য বোধকরি এই জীবনটুকুই দাবি করেছে যুগযুগান্ত ধরে ।
কবিতা লেখা বড় একখানি সহজ কাজ নয় । এ আসলে একপ্রস্থ অপচয়, যে "অপচয়ের মধ্যে প্রাচুর্য্য লুকিয়ে আছে ।" "আমাকে আপতত পথ হতে দাও ।"
সন্দীপ নিজেকে বিক্ষত করুন । আরো বহু স্বীকারোক্তি বাকি রয়েছে আপনার । কেননা আপনার পাঠক জানেন ... "খুব ইচ্ছে করে বুকের জাদুঘর খুলে দেখিয়ে দিই সংরক্ষণের প্রকৃত ব্যকরণ , আশ্রয়ের প্রকৃত ছায়ামহল । ইচ্ছে হয় শার্টের বোতাম খুলে দেখিয়ে দিই প্রাসাদ- দেওয়ালে -পাঁজরে কিভাবে লেখা থাকে ইতিহাস যার কোন ল্যান্ডস্কেপ হয়না ।"
পাঠপ্রতিক্রিয়া -স্বীকারোক্তি বাকি আছে ।
কবি - সন্দীপ কুমার মন্ডল ।
প্রকাশক -বার্ণিক ।
প্রচ্ছদ - সেজুঁতি বন্দোপাধ্যায় ।
দাম -একশো কুড়ি টাকা ।
আবহমান নববর্ষ সংখ্যা, ১৪২৬ ব্লগতে প্রকাশিত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন