![]() |
| শুভনীতা মিত্র কবি ও পেশায় শিক্ষিকা দুর্গাপুর |
যে কথা নিজেকেও বলা যায় না
কিছু কথা শুধু নিজের সাথেই বলা যায় বা বলা ভালো নিজেকেও বলা যায় না। নিজের সেই সত্তার সম্মুখীন হলে হয়তো শীতঘুমে চলে যাবে আমার অস্তিত্ব। তাই বেশ কিছু স্বীকারোক্তি বাকি থেকে যায়। স্বীকারোক্তি জীবনের কাছে, প্রেয়সীর কাছে, কবিতার কাছেও বটে। সাদা কাগজে যে কলম আঁচড় কাটে তার স্বীকারোক্তি হয়তো কবির কাছে বাঁধা পড়ে যায়।
বার্ণিক প্রকাশন থেকে সন্দীপ কুমার মণ্ডল এর "স্বীকারোক্তি বাকি আছে" শীর্ষক কাব্যগ্রন্থটি পড়ে আমার উপলব্ধি এরূপ। প্রতিটি কবিতা নিজস্ব ভাবনায় একক। জীবনের এক একটি অধ্যায়ের সারাত্সার যেন। হয়তো তা কবির ব্যক্তিগত, কিন্তু সেই নিজস্ব অনুভূতি কোথাও যেন আমাকে বা আমার মতন পাঠকদের ছুঁয়ে যাবে কবি যখন বলেন - 'বৃষ্টি ভিজতে ভালোবাসলে একশ দুই জ্বরও তুচ্ছ'। শারীরিক বেদনা আর কবে মনকে দমিয়ে রাখতে পেরেছে!
অন্য একটি কবিতায় অবলীলায় কবি বলেছেন 'আমি খুব সহজে ঠকতে পারি জেনেও এরা কেউ কোনোদিন আমাকে ঠকায় নি '....আমরা তো জেনেবুঝেও ঠকে যাই কোনো কোনো সম্পর্কে, স্বীকার করতে পারি কি? আবেগের সাথে স্নায়ুযুদ্ধে পরাস্ত অবশ শরীর আর উপোসী মন নিয়ে বসেই থাকি কাঙ্ক্ষিত প্রেমের আশায়, কবির সুরেই বলতে ইচ্ছে হয়, 'এসো, একবার ভিজিয়ে দাও বন্যায়, শুধু একবার কপালে চুম্বন এঁকে দাও, ঘুম নেমে আসবে দুচোখে, একটা আস্ত কবিতা লিখে ফেলবো ভালোবাসার'।
কবির লেখনীর অকপট স্বীকারোক্তি 'প্রতিটি আমন্ত্রণ আমাকে নতুন করে বিদায় জানায়, প্রতিটি বিনয় আমাকে চিনিয়ে দেয় আসলে দূরত্বের মাইলস্টোন' কোথাও যেন অলিখিত সম্পর্কের দলিল হয়ে যায়, কিছু স্বীকারোক্তি আমারও বলা হয়ে যায় এই অবসরে। প্রতিটা কবিতা এখানে যেন এক একটা গল্প, যা অনুধাবন করতে হয় নিজের জীবনের প্রেক্ষিতে আর বাকি রেখে যায় উপলব্ধি যা স্মৃতি বিলাসী বা বিরহবিলাসী না হয়ে নির্জনতার স্থিরচিত্রও হতে পারে।
বার্নিক প্রকাশনের কাজ খুব সুন্দর। ত্রুটি বিশেষ কিছু চোখে পড়লো না আমার। পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। ভবিষ্যতে বার্নিকের আরো কাজ পড়ার ইচ্ছে রইলো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন