রবিবার, ৯ মে, ২০২১

স্বীকারোক্তি বাকি আছে আলোচক লোপামুদ্রা

লোপামুদ্রা
কলকাতা
কবি, IT Professional  

 ফেব্রুয়ারীতে লিটল ম‍্যাগাজিন মেলায় বার্ণিকের স্টল থেকে তোমার লেখা 'স্বীকারোক্তি বাকি আছে' বইটি সংগ্রহ করেছিলাম, আজ তা পড়া শেষ করলাম। তুমি আমার কাছে শুধুমাত্র একজন কবি নও, তুমি আমার সেই বন্ধু যে কলকাতা থেকে বর্ধমান লিটল ম‍্যাগাজিন মেলায় যাচ্ছি শুনে এসে ভালোবেসে আলাপ করেছিলে। তারপর থেকে সময়ে অসময়ে খোঁজ নিয়েছ। কথা হয়েছে আমাদের বহুবার, দেখা না হলেও। আমাদের বন্ধুত্বে দূরত্ব কখনো কথা বন্ধ করাতে পারেনি। এই বইয়ের মূল্য তাই অনেকখানি, বহু ভালো লাগা জড়িয়ে রয়েছে তোমার লেখা এই বইটায়। 

বর্ধমানে সেবার বার্ণিকের একটি কাব‍্যসংকলন সংগ্রহ করতে গিয়েছিলাম, আবার দ্বিতীয় বার বার্ণিকের স্টলে গেলাম তোমার বইটি নেব বলে। লেখক বন্ধু হলে আগ্রহ আরো বাড়ে। জানি তোমার মনে প্রশ্ন থাকবে চার মাস লাগল বইটি শেষ করতে! লাগল কারণ তোমার স্বীকারোক্তি তোমার একার ছিল না, প্রতিটি লাইন পড়তে গিয়ে অনেক কথাকে যেন ছুঁয়ে যেতে পেরেছি। বারবার তোমার বইয়ের পাতা ওল্টাতে গিয়ে থমকে দাঁড়িয়েছি, সময় নিয়েছি, আবার খুলে বসেছি কয়েকদিন পর। 

কত সহজে 'বিপ্লব' কবিতায় তুমি লিখে দিলে

'মেট্রোতে ঝাঁপ দেওয়া কি আর বড় কথা, শুধু মৃত‍্যুসংবাদটা তোমার কাছে পৌঁছে যাবে...তাই…' কত অনায়াসে তুমি লিখে দিলে কবি মৃত্যু বড় আপনার, কিন্তু প্রিয়জনকে ছেড়ে নয়..তাই এই দাঁড়িয়ে থাকা, তাই আমাদের এই অনন্ত অপেক্ষা হয়ত। অথচ বলা বড় ধৃষ্টতা মরণ রে তুহু মম শ‍্যাম সমান।

এরপর পাতা উল্টে দেখলাম তুমি লিখেছ 'স্পট-লাইট'। সেখানে লিখেছ- 

'স্মৃতি হাতড়ে গল্প আর কতদূর এগোনো যায়!  আমি চিত্রনাট‍্যকার নই, উদ্দেশ‍্যহীন হেঁটে বেড়াই স্টেজের প্রান্ত থেকে প্রান্তে'। আমরা সবাই চাই কবি নিজের মত চিত্রনাট্য সাজাতে, পারে কেউ, কেউ হার মানে। যারা পারে না তাদের সবার হয়ে তুমি বলে দিলে। সেজন্যই তুমি কবি, সেজন্যই এতটা সময় নেওয়া এর প্রতিটি বাক‍্য ছুঁয়ে যেতে যেতে। কত অনায়াসে লেখা কটি শব্দ তোমার, অথচ কি নিদারুণ সত‍্য, কি নিষ্ঠুর অসহায়তা মানুষের।

এরপর তোমার লেখা 'বাসস্টপ'। 'দাঁড়িয়ে আছি বাসস্ট্যান্ডে। আমাকে সাঁতার শেখাও বন‍্যা, ভাসতে শেখাও, বিদায়হীন আলিঙ্গন শেখাও'...তোমার সৃষ্টি করা প্রতিটি শব্দ ভিতর থেকে অনুধাবন করার চেষ্টা করেছি বইটি পড়তে পড়তে বারবার। তোমার স্বীকারোক্তি সমূহ যতটা যন্ত্রণার, ততটাই সত্য ও সুন্দর। তাই তাকে নিজের মত করে বুঝতে কষ্ট হয়নি কবি। বইটিতে মোট ৬৪  টি পাতা, কিন্তু পড়তে তাই ৬৪ দিন আমার কাছে কম মনে হয়েছে, এক অসম্ভব ভালো লাগা মনকে ছুঁয়ে গেছে। তোমার সৃষ্টিরা পূর্ণতা পাক কবি, আরো নতুন বেদনা উচ্ছলিত হোক তোমার কলমে। কবি তো সবাই নয়, কেউ কেউ, যারা মানুষের কথা বলবে। তুমি তাই কর, নিজের সুখ পেরিয়ে মানুষের কথা লেখ কবি। আরো লেখ, আরো নতুন বই বেরোক বন্ধু, অপেক্ষায় থাকলাম। 

ভালো থেক কবি। ভালো থাকুক তোমার কবিতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন