![]() |
| সোনালী জানা দুর্গাপুর শিক্ষিকা |
-হ্যাঁ, অন্তকরণের খোলা জায়গায় গিয়ে একান্ত ভাবে নিজের সাথেই বসা। কোলাহলমুক্ত,কোনো তাড়াহুড়ো নেই। কেবল শান্ত হয়ে ধীরে ধীরে রসাস্বাদন।
একটানা খুব বেশি নয়,একটু করে জিরিয়ে নিতে হয় কবিতার কাছে। একদিকে ভাবের জগৎ আর অন্যদিকে বাস্তব। তারা যখন দুটো বিপরীত চিত্র এঁকে যাচ্ছে, তখন পাঠককে মাঝে বসতে হয় হাতে আয়না নিয়ে। কী দেখবো তাতে? সেটা কবি বলেননি।পাঠকের জন্যই ছেড়ে দিয়েছেন।
আমার মনে হয়,গভীর জীবনবোধ, হৃদয় নিঙড়ানো উপলব্ধি না থাকলে বোধহয় এমন কবিতা লেখা সম্ভব নয়। ছত্রে ছত্রে ব্যাঞ্জনা, চিত্রকল্প আমাদের দূর থেকে দূরে নিয়ে যায় অনায়াসে। সেই জার্নিতে হোঁচট আছে, আঘাত আছে। তবে লক্ষ্যে পৌঁছে গেলে অনাবিল আনন্দস্রোতে কেবলই ভেসে থাকার আনন্দ।বহু কবিতার বইয়ের মাঝে একটি আলাদা স্বাদের বই। এতো নিটোল আধুনিক গদ্যকবিতা উপহার দেওয়ার জন্য কবিকে ধন্যবাদ, শ্রদ্ধা জানাই ...
প্রকাশক - বার্ণিক প্রকাশন
মুদ্রিত মূল্য - ১২০্ টাকা (ভারতীয়)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন