রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

টাইমকলের লাইনে

যতদূর চোখ যায় শীর্ন স্রোতস্বিনী দগ্ধ দুপুর
শব্দহীন পড়ন্ত বিকেল জ্যোৎস্না নিয়েছে ধার,
জোনাকি দলে ভিড়তে চাওয়া তারাদের হিংসে
রেশন দোকানের লাইনে দাড়িয়ে এক যৌবন পার,
কান্নাগুলো চৌরাস্তা মোড়ে ঠায় দাড়িয়ে ভিজে
তোকে খোঁজা পুরানো গীটার সোনালী ছয় তার,
টাইমকলের লাইনে দাড়িয়ে এক জীবন পার । 

২টি মন্তব্য: