সোমবার, ২০ জুলাই, ২০২০

স্বীকারোক্তি বাকি আছে আলোচক রুচিরা দাস

রুচিরা দাস
কবি, ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার,
কোর টিম মেম্বার এkhon গolpo
হুগলী 
গল্প থেকে গল্পে

কবিঃ সন্দীপ কুমার মন্ডল
প্রকাশকঃ বার্ণিক প্রকাশন

কিভাবে লিখতে হয় পাঠ প্রতিক্রিয়া জানি না। তবু, একটা ভালো কবিতার বই আর বন্ধুকে দেওয়া কথার টানে প্রথমবার লিখছি।

বইয়ের নাম যথার্থ। পাতার পর পাতা যেন পড়ছি এক প্রেমিকের আশা-আকাঙ্ক্ষা, পাওয়া, না-পাওয়ার দিনলিপি। ছোট ছোট গল্পের আকারে কবিতা নাকি কবিতার মোড়কে গল্প লিখেছেন কবি সন্দীপ কুমার মন্ডল, আমি জানি না। তবে, লেখাগুলো ভাবায়, ছবি দেখায়, এক গল্প থেকে আরও অনেক গল্পে মিশে যাওয়ার ব্রিজ তৈরি করে দেয় এই বইয়ের সমস্ত কবিতা। কিছু কবিতা দৃশ্যের মত স্পষ্ট, আবার কিছু মায়ার মত গভীর। কোথাও স্বচ্ছ গ্রামের সরল ছবি, আবার কোথাও মনের গভীরে বুনে চলা প্রেমিক স্বত্বার জাল। সমস্তটাই স্পষ্ট প্রতিটা অক্ষরে।

আমি কবিতা নিয়ে কাঁটাছেঁড়া করি না, তাতে কোদাল চালাই না। শুধু যেটুকু স্পর্শ করে সেটুকুর ওম জড়িয়ে নিই। এইরকম ওম জড়ানো কিছু কবিতা "সেতু", " পলাতক", "জল-ডুব", " মাইলস্টোন", "দুখজাগানিয়া", "একটি ভালোবাসার কবিতা"। সেভাবে দেখতে গেলে প্রতিটা কবিতাই আসলে এক-একটা ঠোঁট ফোলা অভিমানে লেখা চিঠি, অথবা রাতের অন্ধকারে লুকিয়ে লেখা ডায়েরির পাতা। শেষ কবিতাটি পড়ার পর মনে হয় এমন স্বীকারোক্তি চলুক, চলতেই থাকুক।

বইমেলার জন্য যারা যারা লিস্ট করছেন তারা এই বইটির নাম লিস্টে জুড়ে দিতে পারেন নিঃসন্দেহে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন