সোমবার, ২০ জুলাই, ২০২০

স্বীকারোক্তি বাকি আছে আলোচক মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
কবি
হাওড়া
 
কবিতা এক দীর্ঘ পরিক্রমা 

কিছুটা কৌতুহল বশেই কিনে ফেললাম বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় বার্ণিকের স্টলে.... বাড়ি ফিরে প্রথম দু একটি পাতা অবাক না করলেও মন্দ লাগেনি.... এরপর সময় নিয়ে যখন ওল্টাতে লাগলাম পাতা, চমকে গেলাম একের পর এক স্বীকারোক্তিতে....বইয়ের নাম "স্বীকারোক্তি বাকি আছে"....কবি সন্দীপ কুমার মন্ডল।আমার কাছে অপরিচিত নতুন মুখ....আদ্যন্ত অন্তর্মুখী কবিকে চেনার সহজ পথ এই বইটি মনে হলেও চেনা গেল না বোধহয়!
কিভাবে ব্যক্তিগত স্বীকারোক্তি কালসীমা অতিক্রম করে এক দীর্ঘ পরিক্রমায় পৌঁছে যায় বুঝতে পারি কবির ভাষায়...'এই ক্রংক্রিটের পথে কোন বাঁক,সেমিকোলন বা দাঁড়ি নেই অথচ এক পিছুটান'...পুরো বইটির শব্দগুলি যেন আঁচল টেনে রেখেছে.....’নিঃসঙ্গতা আসলে কিছুটা স্মৃতি, কিছুটা সময়,কিছুটা দূরত্ব ’.... একাকীত্বকে যেন সহজেই চিনে ফেলা যায়,অনেকটা আপনজনের মতো....।
'আমাকে ছুঁয়ে থাকে নাবালক কুয়াশা' অথবা 'পর পর কয়েকটা প্যারাসিটামল জানে ছাতিমগন্ধে আমার জ্বর আসে হু হু করে'.... কিংবা যখন লেখা হয় '...আমি শুধু হেঁটে যাবার গন্ধ পাই,নিজের মুদ্রাদোষে তৃণশয্যা থেকে হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার ভ্রুক্ষেপহীন পা'....তখন প্রেম আর নিঃসঙ্গতার যমজ শ্বাস আমাদের বুক ভারী করে....।একই ভাবে 'দক্ষিণের ব্যালকনিতে ফুলের বদলে ফুটে আছে অন্তর্বাস'....এক স্বপ্নময় ঝাঁকুনিতে পাঠককে পৌঁছে দেয়।
বইটি পড়তে পড়তে অবাক হয়েছি,নিবিড় উপলব্ধি না থাকলে এমন প্রেমের লাইন লেখা যায় না বোধহয়!.....'পৃথিবীর যা কিছু গোপন তাই অমোঘ,যা কিছু অমোঘ তাই নীরব,যা কিছু নীরব তাই অন্তঃসলিলা। তুমি তো এভাবেও আসতে পারতে!’......বুঝলাম বইটি কিনে একটুও ঠকিনি.....।

কবি - সন্দীপ কুমার মণ্ডল
প্রকাশক - বার্ণিক প্রকাশনী
প্রচ্ছদ - সেঁজুতি বন্দ্যোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন